Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৩

প্রতীকী ছবি।

গাইবান্ধা: গাইবান্ধায় একটি ভাড়া বাসা থেকে হৃদয় কুমার রাজবংশীর (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের দক্ষিণ ধানঘড়ার বিআরটিএ অফিসের নম্বর প্লেট রাখার জন্য ব্যবহৃত একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় কুমার রাজবংশীর (৩০) সিরাজগঞ্জ জেলার শ্রী অমূল্য চন্দ্র রাজবংশীর ছেলে। তিনি গাইবান্ধার বিআরটিএ অফিসের লাইসেন্স সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

বিআরটিএ অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, দুপুরে নম্বর প্লেট নেওয়ার জন্য ওই বাসায় যান হৃদয়। দীর্ঘ সময় নম্বর প্লেট নিয়ে অফিসে না ফেরায় তার মোবাইলে যোগাযোগ করা হয়। মোবাইলে সংযোগ না পাওয়ায় অন্য সহকর্মীরা ওই বাসায় গিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমপি

আত্মহত্যা মরদেহ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর