Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোর হলেই ‘জাহানাবাদ এক্সপ্রেস’র স্বপ্নযাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ০০:০১

বাংলাদেশ রেলওয়ে। ছবি: সংগৃহীত

খুলনা: মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। নতুন এই রুটে মাত্র পৌনে ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতে সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। খুলনা-ঢাকা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এ ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার।

বিজ্ঞাপন

খুলনা-ঢাকার নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ। ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা।

জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত আটটায়। খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০ মিনিটে।
অন্যদিকে, রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ট্রেনটি যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

ট্রেনের যাত্রী কালাম আহম্মেদ বলেন, ‘খুলনা থেকে পদ্মা সেতু হয়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। এটি একটি স্বপ্নের যাত্রার মতো। আগে আমাদের অনেক পথ ঘুরতে হত। এখন খুব কম সময়ে খুলনা থেকে ঢাকা যেতে পারব। এটা যেমন আরামদায়ক হবে তেমনি ভাড়াও কম।’

বিজ্ঞাপন

খুলনা রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মো. আল আমিন বলেন, ‘বহু প্রতীক্ষিত নতুন ট্রেনটি (জাহানাবাদ এক্সপ্রেস) আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় যাত্রা করবে। এতে যাত্রীদের যাত্রা আরামদায়ক হবে। একইসঙ্গে কমবে ভাড়া ও দূরত্ব। বাঁচবে সময়।’

রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘জাহানাবাদ ট্রেনটি খুলনা থেকে কাশিয়ানী ও নড়াইল হয়ে পদ্মা সেতুর দিয়ে ঢাকায় প্রবেশ করবে। ঢাকা থেকে আবার একইভাবে রাতে খুলনায় এসে পৌঁছাবে। খুলনা থেকে ঢাকা রুটের অন্য ট্রেনের চেয়ে এতে সময় কম লাগবে। মাত্র সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টায় ঢাকায় পৌঁছাবে, যা খুলনাবাসীর জন্য একটি বড় সুযোগ।’

সারাবাংলা/পিটিএম

খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর