Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী করল স্মার্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫২

ঢাকা: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ঢাকা কলেজে প্রযুক্তি পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান। ওই আয়োজনে স্মার্ট টেকনোলজিস পৃষ্টপোষকতা করে।

সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। এর আগে ২০ ডিসেম্বর এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক তথ্য প্রযুক্তি পণ্য প্রদর্শনের জন্য স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে একটি পন্য প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বনন্দিত নেটওয়ার্কিং ব্রান্ড নেটিসের নেটওয়ার্কিং পন্য, স্মার্ট ল্যাপটপ এবং এডিফায়ারের প্রোডাক্ট নিয়ে সাজানো হয় স্মার্ট এর প্যাভিলিয়নটি। নেটিস ব্রান্ডের পক্ষ থেকে বিভিন্ন মডেলের দুর্দান্ত সব রাউটার প্রদর্শন করা হয় এখানে। তবে এর মধ্যে মূল আকর্ষন ছিল তাদের সদ্য বাংলাদেশের বাজারে আসা নেটিস এনসি৬৩ ডুয়াল ব্যান্ড রাউটার। স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্রান্ড স্মার্ট ল্যাপটপও ছিল এই প্রদর্শনীতে। স্মার্ট ল্যাপটপ মাত্র ২৮ হাজার টাকায় সঙ্গে ২ বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে, বিষয়টা জানতে পেরে রীতিমত উচ্ছসিত হন প্রাক্তন শিক্ষার্থীরা।

এছাড়াও অডিও সিস্টেমের জন্য জনপ্রিয় ব্রান্ড এডিফায়ারের পক্ষ থেকে ছিল আকর্ষণীয় সব স্পিকার। তবে অনুষ্ঠানে আসা সাবেক শিক্ষার্থীদের বিশেষ আকর্ষণ ছিল ইকারাও ব্রেক এক্স২। স্পিকারটির ক্যারাওকে ফিচার ব্যবহার করে সাবেক অনেকেই গান পরিবেশন করেছেন এবং ফিরে গিয়েছেন স্মৃতিমাখা ছাত্রজীবনে। তাছাড়াও, আয়োজনের সবচেয়ে বড় ভিড় লক্ষ্য করা যায় এইচপি প্রিন্টারের ৩৬০ ডিগ্রি ফটোবুথে। এখানে ছবি তুলতে এসে সবাই যেন রীতিমত শিশুসুলভ আনন্দে ভেসে যান সকল সাবেক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি জ্ঞান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজনের সঙ্গে স্মার্ট টেকনোলজিস আরও বেশি যুক্ত হবে বলে আশা করেছেন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা।

সারাবাংলা/ইএইচটি/এসআর

প্রযুক্তিপণ্যের প্রদর্শনী স্মার্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর