Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০০:১৫

জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা।

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ আগস্ট সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার আদায়ের জন্য এবং ন্যয় বিচার পাওয়ার জন্য।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার শীবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা বিভ্রান্তমূলক কথা বলবেন না। আমরা শান্তিতে থাকতে চাই। শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই। সে নির্বাচনে ভোট দিয়ে যাকে পছন্দ তাকে নির্বাচিত করতে চাই। তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে। ঘুষ-দুর্নীতি বন্ধ করবে, দখলবাজি বদ্ধ করবে। আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কখনও রাষ্ট্রের দায়িত্বে যেতে পারি তাহলে আমরা সকল অধিকার নিশ্চিত করব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে শুধু ঠাকুরগাঁও সদরে শতাধিক মামলায় সাত হাজার আসামি করা হয়েছে। সারাদেশে কয়েক লাখ মামলা দিয়েছে। সাতশ মানুষকে গুম করেছে। আয়নাঘর তৈরি করেছে। ধরে ধরে নিয়ে গিয়ে সেখানে অত্যাচার করেছে। এ কাজগুলো করতো শেখ হাসিনা। উনি এমনি এমনি পালিয়ে যায়নি। এত অন্যায় করেছে, পাপ করেছে যে— তার পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। এখন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করছে।’

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি আল মামুন আলম, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জনসভা ঠাকুরগাঁও বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর