Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব হলেন সরওয়ার আলম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২১:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:০৫

মো. সরওয়ার আলম

ঢাকা : সাবেক যুগ্মসচিব মো. সরওয়ার আলমকে রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মো. সরওয়ার আলম এর আগে একাধিক সরকার প্রধানের উপপ্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেছেন। তবে বিগত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার হন সরকারের অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা। তিনি মতিঝিল আইডিয়াল কলেজ, নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সারাবাংলা/জিএস/আরএস

প্রেস সচিব মো. সরওয়ার আলম রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর