Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলা
আলতাফ-হাফিজসহ বিএনপি-জামায়াতের ৮৪ জন খালাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৪

এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরী বীরবিক্রম

ঢাকা: নাশকতার অভিযোগে পৃথক তিনটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরী বীরবিক্রম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রায় দেন।

বিজ্ঞাপন

 একটি মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ৬ জুন রাতে রাজধানীর গুলশান এলাকায় হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। পরে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মেজর হাফিজ ও আলতাফ হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়। এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

আরেকটি মামলার নথি থেকে জানা গেছে, ৯ বছর আগে করা নাশকতার মামলায় ছয় জামায়াত-শিবির নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

নাশকতার অভিযোগে ২০১৫ সালের ২৮ অক্টোবর পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ বিশ্বাস বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করেন।

এ ছাড়া একই সময় একই আদালত ১১ বছর আগে করা যাত্রাবাড়ী থানার আরেক মামলায় বিএনপি জামায়াতের ৬৮ জনকে খালাস দিয়েছেন।

নাশকতার অভিযোগে ২০১৩ সালের ২৮ অক্টোবর যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

আলতাফ হোসেন চৌধুরী নাশকতার অভিযোগে মামলা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর