Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রো স্পিনিং লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৬

সাধারণ সভা।

ঢাকা: মেট্রো স্পিনিং লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এ সভার আয়োজন করা হয়।

সারধাণ সভার সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। সভায় পরিচালক পর্ষদের সদস্যগণসহ শেয়ারহোল্ডাররা স্বশরীরে ও অনলাইনে সংযুক্ত ছিলেন।

এসময় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। তারা বেশ কিছু পরামর্শও প্রদান করেন। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা ও বিশেষ এজেন্ডা হিসেবে কোম্পানীর নাম ‘মেট্রো স্পিনিং লিঃ থেকে ‘মেট্রো স্পিনিং মিলিস্ পিএলসি’ সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

সারাবাংলা/এসআর

মেট্রো স্পিনিং লিমিটেড সাধারণ সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর