Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সঙ্গে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর: ফরহাদ মজহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:১০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:১২

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কবি ফরহাদ মজহার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, ‘ভারতকে যেদিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেওয়া হলো, সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি। সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে, সেই চেষ্টাই তারা করবে, এটা হতে দেওয়া যাবে না। ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত যদি আমাদের মিত্র দেশই হতো, তবে তারা আলাদা দেশ না থেকে একত্রেই থাকতো। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যেকোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে।’

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন? আমাদের বন্দর, আমরা নিজেরাই চেষ্টা করি। আমরা একটা কৌশলপত্র প্রণয়নের কাজে হাত দিয়েছি। নিজেরাই এটা সম্পন্ন করে সরকারকে দেবো।’

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টাকে ‘প্রিয়জন’ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘আশা করছি, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল, প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাবেক পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম এবং জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহিদ জামান ও মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

ক্ষতিকর চুক্তি টপ নিউজ ভারত সার্বভৌমত্ব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর