Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালেহ আকরামের মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ধারাভাষ্যকার সালেহ আকরাম

ঢাকা: জনপ্রিয় সংবাদ উপস্থাপক, ধারাভাষ্যকার সালেহ আকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

বার্ধক্যজনিত কারণে শনিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহ আকরাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মির্জা ফখরুল বলেন, ‘সালেহ আকরামের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি একাধারে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিবিসি বাংলা ঢাকার সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। এছাড়া ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের আমলে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ নামের ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্রের ধারা বর্ণনা করেছেন।’

তিনি বলেন, ‘সালেহ আকরাম একজন দক্ষ ও প্রাজ্ঞ সংবাদ পাঠক হিসেবে দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততাকে প্রাধান্য দিতেন। এক্ষেত্রে পেশাদারিত্বে তিনি ছিলেন আপসহীন।’

সারাবাংলা/এজেড/এইচআই

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক সালেহ আকরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর