Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুম থেকে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘর থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়। হৃদয় মিয়া ময়মনসিংহের পাগলা থানাধীন নিগুয়ারী গ্রামের বাসিন্দা। তিনি চাকরির সুবাদে স্ত্রী নিয়ে থাকতেন সরকারি এই খামারে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত আছে। এনিয়ে রেঞ্জ ডিআইজি কথা বলবেন।’

এ বিষয়ে কিছুই জানা নেই উল্লেখ করে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটির ব্যবস্থাপক হাছেন আলী বলেন, ‘এখানে অস্ত্র ও মাদক কেনাবেচা হলেও আমি কখনোই কিছু টের পাইনি। এই চক্রের সঙ্গে জড়িতের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এসডব্লিউ

অস্ত্র মাদক উদ্ধার ময়মনসিংহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর