Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএসসির নতুন ৬ জাহাজে প্রাধান্য পাবে দেশীয় মেরিনাররা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

চট্টগ্রাম ব্যুরো: দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ছয়টি নতুন জাহাজ কিনবে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসব জাহাজে নিয়োগের ক্ষেত্রে দেশীয় মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ৫৮তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের পর বক্তব্যে একথা জানান উপদেষ্টা।

বিজ্ঞাপন

সাখাওয়াত হোসেন বলেন, ‘মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। মেরিন একাডেমিকে আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে।’

প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাডেটরা প্রশিক্ষিত হয়ে দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে যোগদান করবেন। এসব ক্যাডেট বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আমাদের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। এবার ৩০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা বেশ উৎসাহব্যঞ্জক।’

অনুষ্ঠানে জানানো হয়, মেরিন একাডেমির ৫৮তম ব্যাচের ২৩৮ জন ক্যাডেট শিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করে সমুদ্রে পদার্পণ করতে যাচ্ছেন। এ ব্যাচের নটিক্যাল শাখায় ১১৮ জন ও ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন দুই বছর ধরে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে ৫৮তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. মিনহাজ সাদমানকে রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়। পাশাপাশি এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী নৌ শাখার মো. ইবনে ফয়সাল তানভীর মজুমদার ও প্রকৌশল শাখায় ইফাদ হাসান অনীককে নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্যপদক দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

দেশীয় নতুন জাহাজ বিএসসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মেরিনার