Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

বরিশালে কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশাল: বরিশাল নগরীর ব্যপ্টিস্ট মিশন রোডে নিজ বাসায় শাম্মী আক্তার (২২) নামে এক কলেজছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশ তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে উদ্ধার করেছে।

মৃত শাম্মী আক্তার (২২) পটুয়াখালী সদর উপজেলার শাহজাহান হাওলাদারের মেয়ে এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোল্লা জানান, বরিশাল নগরের ব্যপ্টিস্ট মিশন রোডের আনোয়ার মসজিদ সংলগ্ন শাহজাহান মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকত শাম্মী। মাঝেমধ্যে অভিভভাবকরাও এখানে এসে তার সঙ্গে থাকতেন। সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা শাম্মীকে দেখতে পান। পরে তাকে পরিচিতজনদের সহায়তায় উদ্ধার করে শেবাচিম হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। প্রেম না পারিবারিক কারণে এ আত্মহত্যা সে বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

কলেজছাত্রীর আত্মহত্যা বরিশাল

বিজ্ঞাপন

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর