ওপেনিং না ৬ নম্বর, রোহিতকে যেখানে চান শাস্ত্রী
২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭
বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ছিলেন না তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে জসওয়ালের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টে দলে ফিরলেও রোহিত সাফ জানিয়ে দিয়েছিলেন, রাহুল-জসওয়াল জুটিকেই ওপেনিংয়ে দেখতে চান তিনি। তবে নিজে ৬ নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন রোহিত। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলছেন, ওপেনিংয়ে ফেরা উচিত হবে না রোহিতের।
ওপেনিং ছেড়ে ৬ নম্বরে নেমে এই সিরিজে ব্যাট হাসেনি রোহিতের। ৩ ইনিংসে করেছেন মাত্র ১৯ রান। তার ফেরার পর অ্যাডিলেড টেস্টে হেরেছে দল। হারতে হারতে ড্র করেছে ব্রিসবেন টেস্ট। চতুর্থ টেস্টের আগে অনেকেই তাই পরামর্শ দিচ্ছে, রোহিতের উচিত ওপেনিংয়ে ফেরা।
শাস্ত্রী অবশ্য বলছেন, ওপেনিংয়ে নয়, ৬ নম্বরেই ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত রোহিতের, ‘আমি চাই রোহিত যেখানে ব্যাটিং করছে সেখানেই নামুক। শুধু তার কৌশলে কিছুটা পরিবর্তন আনতে হবে। সে ৬ নম্বরে নেমেও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। তাকে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। প্রতিপক্ষকে চাপে ফেলা ছাড়া আর কিছু ভাবা যাবে না।’
প্রতিপক্ষকে আক্রমণ করার রোহিতের স্বভাবজাত ব্যাটিংটাই ফিরিয়ে আনতে বলছেন শাস্ত্রী, ‘আমি চাই না সে দ্বিধায় ভুগে ব্যাটিং করুক। দ্বিধায় না ভুগে তাকে স্বভাবজাত আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। যদি সে ক্রিজে ১০-১৫ মিনিট টিকে যেতে পারে তাহলেই হবে। আগের ইনিংসগুলোতে সে ক্রিজে থিতু হওয়ার সময়ই পায়নি। নিজের স্বাভাবিক ইনিংস খেলতে তো ক্ষতি নেই। আমি তাকে আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখতে চাই।’
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিতিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। এই মুহূর্তে সিরিজে ১-১ এ সমতা।
সারাবাংলা/এফএম