Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জেসমিন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭

সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার। ছবি সারাবাংলা।

বরিশাল: ঝালকাঠি নলছিটি উপজেলায় সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী (৪০) হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে কারাগারে পাঠায় আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হলে বিচারক মো. রুবেল শেখ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাজী জেসমিন আক্তার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

আদালতের জিআরও এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদি ফয়সাল হোসেন কাজী বলেন, অভিযুক্ত চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। পরে তার জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে তার জামিন বাতিল হয়ে যায়। সোমবার আদালতে হাজির হলে জেসমিন কাজীকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ শেষে রাতে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকা থেকে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ১২ মার্চ সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম হাওলাদারকে ও স্থানীয় চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন ওই ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর ভিত্তিতে গত ৩০ মার্চ রাতে চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়। পরে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বরিশাল সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর