Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে রোগীর মৃত্যুতে চিকিৎসককে আক্রমণ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোমেনা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শম্পা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মারধর ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে মামলাটি করেন, ভুক্তভুগী চিকিৎসক ডা. মানার হাফিজ। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে জরুরী বিভাগের দ্বিতীয় তলায় এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বলেন, ‘ঢামেকে একজন নারী চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় ডা. মানার হাফিজ থানায় গায়ে মারধর সরকারি কাজে বাধা দেওয়ায় মামলা করেছেন। অভিযুক্ত শম্পাকে রাতেই আটক করা হয়। মামলার পরে শম্পা নামের ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পঠানোর প্রক্রিয়া চলছে।’

মৃত মোমেনা বেগমের মেয়ে হাফিজা আক্তার জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মোজাখালী গ্রামে। তার মা স্ট্রোকজনিত কারণে গত শনিবার ২১ ডিসেম্বর ভোরে ঢামেকের দ্বিতীয় তলায় ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন তার মায়ের অবস্থা ক্রিটিক্যাল। তার আইসিইউ সাপোর্ট লাগবে। এর মধ্য তারা বিভিন্ন জায়গায় আইসিইউ খুঁজতে থাকেন। কিন্তু কোথাও আইসিইউ ম্যানেজ করতে না পারায় তার মা হাসপাতালের মেঝেতে ছিলেন। বেড অক্সিজেনের সাপোর্টও পাচ্ছিল না তারা।

তিনি বলেন, ‘গতরাতে আমি আফতাব নগরের বাসায় ছিলাম। রোববার সারাদিন চিকিৎসক আসেননি। হাসপাতালে ছিল আমার খালা শম্পা ও খালু নাজির হোসেন। রাত ১০টার দিকে খালা ফোনে জানায়, মায়ের অবস্থা ভালো না। আমি দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালের জরুরী বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা. মানার হাফিজ আসেন ২০০ নম্বর ওয়ার্ডে। চিকিৎসক জানান মা আর নাই।’

বিজ্ঞাপন

মৃতের মেয়ে হাফিজা আরও বলেন, ‘মায়ের মৃত্যুর পর চিকিৎসক চলে যাবার সময় আমার খালা শম্পা বেগম চিকিৎসকের হাত ধরে টান দিয়ে বলেন, সারাদিন আমার বোনকে দেখতে আসেনি কোনো চিকিৎসক। তবে চিকিৎসকের গায়ে হাত তোলা হয়নি। তখন চিকিৎসক উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় দায়িত্বে থাকা আনসাররা জড়ো হয়ে যায়। তবে বারবার চিকিৎসকের কাছে ক্ষমা চাওয়া হয়। এ সময় পাশের বেডের একটি ছেলে চিকিৎসকের হাত ধরে ক্ষমা করে দিতে বললে তিনি আরও উত্তেজিত হয়ে পরেন। তবে ওই ছেলেকে তিনি চিনেন না। পরে আমার বোনকে ধরে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।’

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘গত রাতে হাসপাতালে রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে এক নারী চিকিৎসকের গায়ে হাত দিয়েছে রোগীর স্বজনরা। এই ঘটনায় রোগীর স্বজন শম্পা বেগম নামে একজনকে আটক করে শাহবাগ থানায় দেওয়া হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন রোগীর স্বজনরা বলেন, ‘গত দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা খুবই কম। পরে জানতে পেরেছি কিছু ডা. বেতন ভাতার বৃদ্ধির জন্য আন্দোলন করছে এবং তারা বর্তমানে স্ট্রাইকে আছে।’

এর আগে গত ৩১ আগস্ট অবহেলায় এক শিক্ষার্থী মৃত্যুকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এ হামলায় নিউরো সার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক আহত হন।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর