Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:১১

চিরচেনা বিধ্বংসী রূপে ফিরেছেন এমবাপে

অনেক নাটকের পর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন তিনি। স্বপ্নের ক্লাব রিয়ালে আসার পর থেকে নিজেকে হারিয়ে খুঁজেছেন কিলিয়ান এমবাপে। হতাশা পেছনে অবশ্য ফেলে ধীরে ধীরে নিজের স্বরূপে ফিরছেন এই ফরাসি তারকা। সেভিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচে তার গোলেই দারুণ এক জয় পেয়েছে রিয়াল। ম্যাচ জয়ের পর এমবাপে বলছেন, খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন বলেই এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছেন তিনি।

মৌসুমের শুরু থেকে রিয়ালের জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে পারেননি এমবাপে। সাথে যোগ হয়েছিল জাতীয় দল থেকে স্বেচ্ছায় নেওয়া বিরতি নিয়ে সমালোচনা ও ধর্ষণ অভিযোগ কাণ্ড। ফ্রান্সে নানা সমালোচনার মুখে পড়া এমবাপে ক্লাবের হয়েও ভালো কিছু করতে পারছিলেন না। দুঃসময়ে অবশ্য কোচ কার্লো আনচেলত্তিকে পাশেই পেয়েছেন তিনি। আনচেলত্তি বারবারই বলেছেন, খারাপ সময় কাটিয়ে ফর্মে ফিরবেন এমবাপে।

বিজ্ঞাপন

আনচেলত্তির কথা বিফলে যায়নি। গত কয়েক ম্যাচেই টানা গোল করে ফর্মে ফিরেছেন এমবাপে। সব টুর্নামেন্ট মিলিয়ে নিজের ১৪তম গোলের দেখা পেলেন তিনি। সেভিয়ার বিপক্ষে দারুণ খেলা এমবাপে বলছেন, খারাপ সময়টা দেখেছেন বলেই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেয়েছেন, ‘আমি আরও অনেক ভালো করতে পারি। আমি খারাপ ফর্মের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। অনেকগুলো পেনাল্টি মিস করেছি। তখনই আমি বুঝতে পেরেছিলাম এই জার্সি গায়ে আমার অনেক বড় দায়িত্ব আছে। গত কয়েক ম্যাচে আমি সেটাই পালনের চেষ্টা করেছি।’

আনচেলত্তির রিয়ালের সাথে এই সময়টায় ভালোভাবেই মানিয়ে নিয়েছেন এমবাপে, ‘আমরা এই সময়ের মাঝে একে অন্যকে ভালোভাবেই চিনতে পেরেছি। আমি এখানে আসার পর অনেক কিছু বদলে ফেলেছেন তিনি। আমার মানিয়ে নেওয়াতে অনেক বড় ভূমিকা ছিল না। এখন আমি মাঠে সতীর্থদের আগের চেয়ে ভালো বুঝতে পারি। এজন্যই পুরো দলটাই ভালো খেলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর