Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েত সফরে গেলেন নরেন্দ্র মোদি, পেলেন সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১০:২৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮

কুয়েতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘দ্যা অর্ডার অব মুবারাক আল কবির’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কুয়েত সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশে সফরে গিয়ে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘দ্যা অর্ডার অব মুবারাক আল কবির’ পেয়েছেন তিনি। মোদির জন্য অন্য রাষ্ট্র থেকে পাওয়া ২০ তম আন্তর্জাতিক সম্মাননা এটি।

কুয়েত সফরে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন মোদি। দ্বিপাক্ষিক চুক্তি সই থেকে ফুটবল টুর্নামেন্টের মতো একগুচ্ছ কর্মসূচিও পালন করবেন সেখানে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) কুয়েতের যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে কুয়েত সফরে গিয়েছেন তিনি। ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে যাওয়ার ৪৩ বছর পর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে যাননি। সে হিসেবে মোদির এই সফর ঐতিহাসিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই মূল লক্ষ্য। এছাড়া এই সফরে কিছু দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হতে পারে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অরুণ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক। দু’দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে। ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

কাতার সফর নরেন্দ্র মোদী ভারত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর