Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টাল আলট্রা-ম্যারাথন ২০-২২ ফেব্রুয়ারি, নিবন্ধনের শেষ দিন আজ

সারাবাংলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:২০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪২

৫০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত ৪টি ক্যাটাগরিতে হবে কোস্টাল আলট্রা ম্যারাথন

পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়াতে কোস্টাল আলট্রা বাংলাদেশ আয়োজন করেছে দীর্ঘতম ম্যারাথন প্রতিযোগিতা। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারের সুদৃশ্য মেরিন ড্রাইভ ধরে চলবে এই আলট্রা ম্যারাথন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) ‘কোস্টাল আলট্রা ২০২৫’ শিরোনামের এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনের শেষ তারিখ। এ দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত coastalultra.com/costal_ultra_2025.php লিংকে গিয়ে নিবন্ধন করা যাবে এই ম্যারাথনের জন্য।

বিজ্ঞাপন

৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের দৌড় প্রতিযোগিতাকে বলা হয়ে থাকে আলট্রা ম্যারাথন। ‘কোস্টাল আলট্রা ২০২৫’ প্রতিযোগিতাতেও থাকছে ন্যূনতম ৫০ কিলোমিটার দৌড়। আরও থাকছে ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার ক্যাটাগরির ম্যারাথন। এর প্রতিপাদ্য রাখা হয়েছে ‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’।

কোস্টাল আলট্রা বাংলাদেশ জানিয়েছে, এ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য কোনো নিবন্ধন ফি নেই। তবে ১৫৩০ টাকা রয়েছে জামানত, যা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ফেরতযোগ্য। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে এই অর্থ জমা দেওয়া যাবে।

২০ ফেব্রুয়ারি রাত ৮টায় শুরু হবে ২০০ কিলোমিটার ক্যাটাগরির ম্যারাথন। বাকি তিন ক্যাটাগরির ম্যারাথন শুরু হবে পরদিন ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায়। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত ‍রুটে চলবে বৃহত্তম এই ম্যারাথন।

সারাবাংলা/টিআর

আলট্রা ম্যারাথন কোস্টাল আলট্রা ম্যারাথন ম্যারাথন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর