Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৯

খুলনায় আমনের বাম্পার ফলন। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার নয়টি উপজেলায় ধান কাটা শেষ। এখন চলছে মাড়াইয়ের কাজ। পাকা ধানের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা কৃষক-কৃষাণীরা। কৃষকের বাড়ির উঠোনে এখন শুধু ধান আর ধান। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে খুলনার নয়টি উপজেলা ও খুলনা মেট্রোতে (দৌলতপুর ও লবণচরা) ৯৫ হাজার ৩৩৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়। অর্জিত হয়েছে ৯৩ হাজার ৪৬২ হেক্টর। বন্যা পরিস্থিতির কারণে জেলার নয় উপজেলায় এবার মোট ৫২৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার কৃষক হানিফ সারাবাংলা বলেন, ‘গতবারের তুলনায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কেটে বাড়ি নিয়েছি। ফলন ভালো হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে চাষাবাদ করতে পারব।’

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের পুটিমারি বিলের কৃষক সামাদ শেখ সারাবাংলাকে বলেন, ‘আমি এবার প্রায় দুই বিঘা জমিতে আমনের চাষ করেছি। জমিতে আমনের চারা রোপণ করার পর থেকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা রোগবালাই ও পোকামাকড়, বিশেষ করে বাদামি ফড়িং পোকা সম্পর্কে আমাদের সচেতন করেছেন। আমনের জমিতে রোগবালাই, পোকামাকড় দেখামাত্রই কীটনাশক স্প্রে করে দমন করা হয়েছে। যে কারণে ফলন অনেক ভালো হয়েছে।’

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তরুণ কুমার বালা সারাবাংলাকে বলেন, ‘এবছর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯৪৫ হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে শতভাগ।’

বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘এ বছর উপজেলার ১৭ হাজার ৫২০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ফলন ভালো পেয়ে কৃষকেরা আনন্দিত।’

বিজ্ঞাপন

খুলনা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় কাঙ্ক্ষিত অর্জন হয়েছে।’

কৃষকের স্বপ্ন পূরণে কৃষি অফিস সবসময় তাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি

সারাবাংলা/পিটিএম

আমন কৃষক বাম্পার ফলন মুখে হাসি