সপ্তাহব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু কাল
২২ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২৩:২৪
ঢাকা: সপ্তাহব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২৪ শুরু হচ্ছে কাল। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বিআইসিসির হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করা যাবে। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব তথ্য জানান রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হতে যাওয়া এই মেলা থেকে ফ্ল্যাট ও প্লটের নানা তথ্য জানা যাবে, দেওয়া যাবে বুকিংও। পাওয়া যাবে ব্যাংক ঋণের সেবাও। ২৭ ডিসেম্বর পর্যন্ত চলা এ মেলায় এবার ২২০টি স্টল অংশ নেওয়ার কথা রয়েছে।
রিহ্যাব জানায়, ফেয়ারে পাঁচটি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম