Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালনের প্রস্তুতি

স্পেশাল করসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২১:৩১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮

ঢাকা: আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার ব্যাপক জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি। সারাদেশ থেকে দলীয় নেতা-কর্মীদের ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আলোচনা সভা করবে। থাকবে শোভাযাত্রা। এছাড়া, নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেবে দলটি। সারাদেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষ্যে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরও গতিশীল করতে দ্রুত সম্মেলন করবে জাতীয় পার্টি।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার উপলক্ষ্যে দলটির বনানীস্থ র্কাালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় অংশ নেন— দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মাশরুর মওলা, অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন— ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক সামছুল হক, সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কৃষক পার্টির আহ্বায়ক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক জাঁকজমক করতে রাজধানীতে লোক সমাগম, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এ উপলক্ষে মহানগর, জেলা, উপজেলাসহ সব পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসআর

জাতীয় পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর