সবুজ অর্থায়নে ৬ হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
২২ ডিসেম্বর ২০২৪ ২০:৫৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:০৮
ঢাকা: সবুজ অর্থায়নের জন্য ৫০ কোটি ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সেকেন্ড বাংলাদেশ গ্রিণ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট এর আওতায় এ ঋণ দেবে সংস্থাটি।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সই করেন।
এর আগে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০ কোটি ডলারের একটি ঋণ চুক্তি সই করা হয়। সেক্ষেত্রে এ দুই চুক্তির আওতায় বিশ্বব্যাংক নগর অবকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিসহ পরিবেশ স্থায়িত্ব, জলবায়ু স্থিতিস্থাপকতা অর্জনে সহায়তা করার জন্য মোট মোট ৯০ কোটি ডলার অর্থ ব্যয় করবে।
চুক্তির বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ কোটি ডলারের সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট দেশের সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে উত্তরণে সহায়তা করার জন্য নীতিগুলিকে সমর্থন করবে। এ অর্থায়ন স্থানীয় ও জাতীয় পর্যায়ে সবুজ এবং জলবায়ু-স্থিতিস্থাপকতা তৈরি করতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে জনসাধারণের পরিকল্পনা এবং অর্থায়ন এবং বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কারকে সমর্থন করবে। এই অর্থায়ন বায়ু দূষণ কমাতে, পরিবেশগত প্রয়োগের উন্নতি, কার্বন বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, টেকসই পানি ও স্যানিটেশন পরিষেবাগুলি উন্নত করবে। পাশাপাশি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর কার্যকারিতা উন্নত করতে এবং জলবায়ু-সহনশীল এবং টেকসই পরিবেশকে এগিয়ে নেওয়ার নীতিগুলোকে সহায়তা দেবে। এটি পরিবেশগত এবং সামাজিক বিবেচনাকে অন্তর্ভুক্ত করে টেকসই সরকারি কেনাকাটা প্রক্রিয়াকে সমর্থন করে। এটি ভবন এবং যন্ত্রপাতিগুলোর শক্তি দক্ষতা উন্নত করতে এবং নির্মাণ খাতকে আরও সবুজ হয়ে উঠতে উৎসাহিত করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি বাংলাদেশ। গ্রামাঞ্চলে বা শহরে বসবাসরত মানুষকে জলবায়ু প্রভাবিত করছে। এ দুটি অর্থায়ন বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন করবে এবং নগর অবকাঠামো সহ বিভিন্ন খাতে জলবায়ু সহনশীলতা তৈরি করবে। বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা উন্নত করার পাশাপাশি বাংলাদেশকে তার উন্নয়ন আকাঙ্খা অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসেবে কাজ করছে।
সারাবাংলা/জেজে/আরএস