Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ ছাড়া সবাইকে নিয়ে নির্বাচন হবে: আব্দুস সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:০০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছবি: সারবাংলা।

রাজশাহী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ফিরতে পারবে বিচারের পরেই।’

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ, আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কীভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো- বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস, একবছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে।’

সম্মেলন অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় বিএনপির কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও ডিএম জিয়াউর রহমান জিয়া। পরিচালনায় ছিলেন নির্বাচন কমিশনার তাজমুলতান টুটুল।

বিজ্ঞাপন

মোহনপুর উপজেলা বিএনপির এই সম্মেলনে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোটার ছিলেন। এই তিনটি সাংগঠনিক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ১১ জন নেতা। প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পর সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুব আর রশিদ ও কাজিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাজিম উদ্দিনসহ তিনজন আহত হয়েছেন।

সন্ধ্যায় ঘোষিত ভোটের ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি নেতা শামসুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক পদে মাহবুব আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু রহমান নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/এসআর

আব্দুস সালাম দ্বি-বার্ষিক সম্মেলন বিএনপি রাজশাহী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর