Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আবারও গণ-প্রতিরোধ’

স্পেশাল করসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২০:২৫

ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: চাঁদাবাজ-সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আবারও গণ-প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রতি গাজীপুর চৌরাস্তার ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে শ্রমিক দল পরিচয়ে চাঁদা উত্তোলনকালে ইসলামী আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা বাধা দিলে তাদের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

গাজী আতাউর রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু করমকর্তা এবং বিশেষ একটি রাজনৈতিক দলের স্থানীয় বিপথগামী নেতারা দেশের অন্যান্য এলাকার ন্যায় গাজীপুরেও সিন্ডিকেট গড়ে তুলে ঝুট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, সন্ত্রাস, হয়রানী ও ছিনতাই করছে। সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চাঁদাবাজ-সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ছাত্র-জনতা আবারও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলবে।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘বিশেষ ওই রাজনৈতিক দলের বিপথগামী নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু সদস্যদের কারণে গাজীপুরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তিতে নেই। এমন অবস্থার পরিবর্তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৎ সদস্যদের প্রত্যাহার করে সৎ, সাহসী ও দক্ষ অফিসার নিয়োগ দিতে হবে।’

গাজীপুর সিটিতে ঝুট সিন্ডিকেট, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও গণপ্রতিরোধ গড়ে তুলতে ছাত্র-জনতা, সাধারণ ব্যবসায়ী এবং শান্তিকামী নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান মাওলানা গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোলন মাওলানা গাজী আতাউর রহমান

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর