Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগর উন্নয়নে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি সই করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)

ঢাকা : নগর উন্নয়নে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হচ্ছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং বিশ্বব্যাংকের সহযোগি সংস্থা আইডিএ’র পক্ষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সই করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ঋণ দেবে আইডিএ। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এটি বাস্তবায়ন করবে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে আগামী ২০৩০ সালের জুন পর্যন্ত। পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবাসমূহ পরিবৃদ্ধি করা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের ৪০ কোটি ডলারের ঋণের মধ্যে ৩০ কোটি ডলার সমপরিমাণ এসডিআর ২২ কোটি ৭৭ লাখ ডলার স্পেশাল প্রডিং রাইটস হিসেবে দেওয়া হবে। এটি সর্টার ম্যাচুরিটি লোন (এসএমএল) । ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ (রেয়াত কাল) ১২ বছরে পরিশোধযোগ্য এবং অনুত্তোলিত অথের্র উপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হবে।

অবশিষ্ট ১০ কোটি ডলার স্কেলআপ উইন্ডো থেকে গ্রহণ করা হবে। যা শূন্য দশমিক ২৫ শতাংশ এবং অনুত্তোলিত অর্থের উপর বার্ষিক কমিটমেন্ট ফি শূন্য দশমিক ২৫ শতাংশ দিতে হবে। এই ঋণ ৪ (চার) বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

ইআরডি জানায়, প্রকল্পের আওতায় নগরগুলোর সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর-আবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লক্ষ জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

সারাবাংলা/জেজে/আরএস

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর