Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০

বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন

ঢাকাঅন্তর্বর্তী সরকারের ভূমিবিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সেদিন বাংলাদেশের সব সরকারিআধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রোববার (২২ ডিসেম্বরমন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব ডশেখ আব্দুর রশীদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফহাসান আরিফের ইন্তেকালে আগামী সোমবার (২৩ ডিসেম্বররাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সে জন্য ২৩ ডিসেম্বর বাংলাদেশের সব সরকারিআধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘মরহুমের রুহের মাগফেরাতের জন্য একইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

উল্লেখ্য, আগামী সোমবার (২৩ ডিসেম্বরমিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। সবশেষ শনিবার (২১ ডিসেম্বরদুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও শ্রদ্ধা শেষে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচহিমগরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু শোক পালন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর