Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টার সিটিতে আসছেন মেসি?

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১৫:২১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩

মেসি-গার্দিওলা

একটা সময় পেপ গার্দিওলার অধীনে সর্বজয়ী বার্সেলোনা দলের মূল ভরসা ছিলেন তিনি। লিওনেল মেসি ‘মেসি’ হয়ে উঠেছেন গার্দিওলার বার্সাতেই। তবে প্রায় দশ বছরের বেশি সময় ধরে মেসি ও গার্দিওলা নেই এক ক্লাবে। ম্যানচেস্টার সিটির চরম দুরবস্থার মাঝে হঠাৎ উঠেছে নতুন গুঞ্জন। ইংলিশ সংবাদমাধ্যম বলছে, আগামী দলবদলের মৌসুমেই মেসিকে দলে ভেড়াবেন গার্দিওলা!

নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন গার্দিওলা। সব টুর্নামেন্ট মিলিয়ে ১২ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে সিটিজেনরা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে থেকে বিদায়ের দ্বারপ্রান্তে সিটি। ইপিএলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিটি গত রাতে ভিলার কাছে হেরে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

বিজ্ঞাপন

মৌসুমের শুরু থেকেই একের পর এক ইনজুরিতে টালমাটাল সিটি কিছুতেই থিতু হতে পারছে না। ব্যালন ডি অরজয়ী রদ্রিসহ স্কোয়াডের বাইরে আছেন দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্য। নতুন বছরেও যে একাদশ সাজাতে হ্যাপা পোহাতে হবে পেপকে, সেটাও এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায়।

এমন অবস্থার মাঝেই ইংলিশ সংবাদমাধ্যম বলছে, সিটিজেনদের এই দুরবস্থা কাটাতে বিকল্প কিছু ভাবছেন গার্দিওলা। সেই বিকল্প হিসেবে ইন্টার মিলান থেকে মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে চিন্তা করছেন তিনি! দলের মাঝমাঠের শুন্যতা দূর করতেই নাকি এমন সিদ্ধান্ত। একবারে না কিনলেও ধারে হলেও মেসিকে আনতে চান গার্দিওলা, বলছে সংবাদমাধ্যমগুলো।

মেসির সিটিতে আসার এমন গুঞ্জন অবশ্য নতুন নয়। গার্দিওলা সিটির দায়িত্ব পাওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, মেসিকে এখানে নিয়ে আসছেন তিনি। বিশেষ করে ২০২০ সালে মেসির সাথে চুক্তি করার খুব কাছে চলে গিয়েছিল গার্দিওলার সিটি, এমন সংবাদ প্রকাশ করেছিল প্রায় সব গণমাধ্যম।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত মেসি মায়ামি ছেড়ে সিটিতে আসবেন কিনা, সেটা জানা যাবে আগামী জানুয়ারিতেই।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি পেপ গার্দিওলা বার্সেলোনা ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর