বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ড্যাবের আলোচনা সভা
২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০২:০৬
নরসিংদী: মহান বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ড্যাব নরসিংদী জেলা শাখার উদ্যোগে শনিবার (২১ ডিসেম্বর) রাতে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম। সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ।
এ সময় বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ মাসুদ রানা, ড্যাব নরসিংদী জেলা শাখার সহসভাপতি ডা. এ কিউ এম মোবিন, ড্যাব নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা. মোশারফ হোসেন রিকাবদার, সাবেক সহসভাপতি ডা. মো. জামাল উদ্দিন ভূইঁয়া ও সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. খুরশীদ আলম। এ সময় ড্যাবের সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযোদ্ধে শহিদদের স্মৃতিচারণ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করেন বক্তারা। এ ছাড়া জুলাই- আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের সুস্থতা কামনা করেন তারা।
সারাবাংলা/এসডব্লিউ