Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:৫৪

ভানুয়াতুর প্রধান দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পর রোববার (২২ ডিসেম্বর) আবার ভূমিকম্প সংঘটিত হয়

প্রধান দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ভানুয়াতু। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এবারে হতাহতের তথ্য না মিললেও পাঁচ দিনের আগের ভূমিকম্পের ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং কমপক্ষে ১২ জনের প্রাণহানির তথ্য মেলে।

বিজ্ঞাপন

সর্বশেষ ভূমিকম্পটি ৪০ কিলোমিটার (২৫ মাইল) বেগে ঘটেছে এবং এটি রাজধানীর প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল, যা একটি আফটারশকের স্ট্রিংয়ে কেঁপে উঠেছে।

ভানুয়াতুর সবচেয়ে জনবহুল দ্বীপ এফাতে মঙ্গলবারের ৭.৩ মাত্রার তীব্র ভূকম্পন দেখা দেয়। ওই ভূমিকম্পের আঘাতের ক্ষত এখনো কাটিয়ে ওঠা যায়নি। ভাঙা ভবনগুলো এখনো পড়ে আছে। রাজধানী পোর্ট ভিলা ও এর আশপাশে ভূমিধস শুরু হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ভানুয়াতুত ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর