Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রমেই বেড়ে চলেছে রাশিয়ায় ইউক্রেনীয় বন্দি হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১২:১৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩১

ইউক্রেনীয় স্নাইপার ওলেক্সান্ডার মাতসিয়েভস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ায় ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মৃত্যুদণ্ডের ঘটনা ক্রমাগত বাড়ছে। রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেছিল, সেই সময় ইউক্রেনীয় স্নাইপার ওলেক্সান্ডার মাতসিয়েভস্কি রুশ সেনাদের হাতে বন্দি হন। পরে এক ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যে একটি কবরের পাশে বসে তিনি জীবনের শেষ সিগারেটটি খাচ্ছেন। তাকে সেই কবর খনন করতেও বাধ্য করা হয়েছিল।

যারা তাকে আটক করেছিল, তাদের উদ্দেশে ওলেক্সান্ডার বলেছিলেন, ‘আমি ইউক্রেনের গৌরব।’ এর কিছুক্ষণ পর গুলি করে তাকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

চলতি বছরের অক্টোবর মাসে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে রুশ সেনাদের হাতে আটক নয়জন ইউক্রেনীয় সৈন্যকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে ড্রোন অপারেটর রুসলান হোলুবেনকোরের মরদেহের ছবি দেখে তার বাবা-মা তাকে শনাক্ত করেন।

এছাড়া, ইউক্রেনীয় বন্দিদের ওপর আরও নির্মমতার ঘটনা প্রকাশ পাচ্ছে। এক ভিডিওতে দেখা যায়, একজন ইউক্রেনীয় সেনাকে হাত পেছনে বাধা অবস্থায় তরবারি দিয়ে শিরচ্ছেদ করা হচ্ছে। অন্য একটি ভিডিওতে ১৬ জন ইউক্রেনীয় সৈন্যকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে।

এমন অনেক ভিডিও রুশ সৈন্যরা নিজেরাই ধারণ করেছে, আবার কিছু ভিডিও ইউক্রেনীয় ড্রোনের মাধ্যমে করা হয়েছে। বেশিরভাগ ভিডিওতে হত্যাকাণ্ডের স্থান হিসেবে জঙ্গল দেখা যায়, যার কারণে সঠিক অবস্থান নির্ধারণ করা কঠিন।

তবে বিবিসি ভেরিফাইয়ের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো কিছু ঘটনা ও স্থানের সত্যতা নিশ্চিত করতে পেরেছে। রাশিয়ার এই যুদ্ধাপরাধের ঘটনা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে।

সারাবাংলা/এনজে

বন্দিহত্যা যুদ্ধ রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর