Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১০:৩০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪১

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২

ব্রাজিলের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন।

দেশটির স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে ওই গাড়িতে থাকা তিন যাত্রী বেঁচে যান।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।’

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, ব্রাজিলের এই মহাসড়কটি ২০২৩ সালে ব্রাজিলের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল, যেখানে প্রায় ৫৫৯ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত বাস ট্রাকের সংঘর্ষ ব্রাজিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর