Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশা কমে যাওয়ায় ২ রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫

ফেরি চলাচল শুরু।

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা পর এই দুই রুটে ফেরি চলতে শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌ রুটে রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে ফেরি খানজাহান আলী। সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

নাসির মাহমুদ চৌধুরী আরও বলেন, কুয়াশা তীব্র হওয়ায় সকাল ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় হাসনাহেনা ও কেরামত আলী ফেরি মাঝ নদীতে আটকে থাকে। ২ ঘণ্টা পর কুয়াশার প্রাদুর্ভাব কিছুটা কেটে গেলে সকাল ৮টার পর ফের ফেরি চলাচল শুরু হয়।

সারাবাংলা/এনজে

কুয়াশা ফেরি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর