Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
নাটকীয় জয়ে বার্সাকে হারিয়ে শীর্ষে অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ০৯:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪২

৯৬ মিনিটের গোলে অ্যাটলেটিকোর জয়

রেফারি যেকোনো সময়ে শেষ বাঁশি বাজাবেন। বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ তখন ১-১ গোলে ড্র হওয়ার পথে। ঠিক সেই মুহূর্তেই এক আচমকা প্রতি আক্রমণে মলিনার ক্রসে বক্সের ভেতর বল পেলেন আলেকজান্ডার সোরলোথ। তার গোলেই অবিশ্বাস্য এক জয়ের উল্লাসে ভাসল অ্যাটলেটিকো। পিছিয়ে পড়েও বার্সাকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে মৌসুমে প্রথমবারের মতো লা লিগার শীর্ষস্থান দখল করল অ্যাটলেটিকো।

লা লিগায় সাম্প্রতিক ফর্মে দুই দলের অবস্থা ছিল দুই মেরুতে। টানা জয়ে উড়ছিল অ্যাটলেটিকো, টানা কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়ে ধুঁকছিল বার্সা। অলিম্পিক স্টেডিয়ামে কখনোই জয় না পাওয়া অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে ম্যাচের আগে বলেছিলেন, এবার সেই বহু কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেতে চান তারা। শেষ পর্যন্ত সেই স্বাদ নিয়েই বাড়ি ফিয়েছেন সিমিওনে।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকে অবশ্য দাপট ছিল বার্সারই। ৩০ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। গাভির অ্যাসিস্টে পেদ্রির ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে এগিয়ে যায় বার্সা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।

৫৯ মিনিটে লিড দ্বিগুণ করার দারুণ এক সুযোগ নস্ট করে বার্সা। পেদ্রির পাসে বল পেয়ে রাফিনহার চিপ অ্যাটলেটিকো কিপারকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে বল। পরের মিনিটেই বার্সাকে হতবাক করে ম্যাচে সমতা ফেরায় অ্যাটলেটিকো। রদ্রিগো ডি পলের গোলে স্কোরলাইন হয় ১-১।

এরপর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে দুই দলই। তবে কেউই গোলের সেরকম সুযোগ তৈরি করতে পারছিল না। ৭৬ মিনিটে কিপারকে একা পেয়েও গোলের সুবর্ণ সুযোগ নস্ট করেন রবার্ট লেভানডস্কি। ৮৬ মিনিটে রাফিনহাকে ঠেকিয়ে দিয়েছেন ওবলাক।

বিজ্ঞাপন

ম্যাচের শেষ মিনিটে বার্সাকে কাঁদিয়ে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো। প্রতি আক্রমণে বার্সা  ডিফেন্সকে পরাস্ত করে বক্সের ভেতর দারুণ এক পাস দেন মলিনা। সেই বল জালে জড়িয়ে উল্লাসে ভাসেন সোরলোথ। ২-১ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। ১৮ বছর পর বার্সার মাঠে জয়ের স্বাদ পেল অ্যাটলেটিকো।

এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল অ্যাটলেটিকো। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল বার্সা। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর