Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৩

ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: সংগৃহীত

রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটি সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেও বেশি দূরে অবস্থিত। এই হামলা প্রায় তিন বছর ধরে ইউক্রেনে চলা যুদ্ধকে এখন রাশিয়ার আরও অভ্যন্তরে নিয়ে এসেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এ ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এ ড্রোন হামলায় আবাসিকসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায়, হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলো ছয়টি আবাসিক ভবন, একটি একটি শিল্প স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোনকে নদীর ওপর ভূপাতিত করে রুশ সেনারা।

রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, কাজান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। কাজানের মেয়র বলেছেন, হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

একই দিন, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের রিলস্ক শহরকে লক্ষ্যবস্তু করে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে করা এই আক্রমণে এক শিশুসহ ছয়জন নিহত হয়।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতভর ইউক্রেনে ১১৩টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এর মধ্যে ৫৭টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরও ৫৬টি ড্রোন আকাশে ‘হারিয়ে গেছে’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

রাশিয়া-ইউক্রেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর