‘ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয় নাই’
২১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২
ঢাকা: ‘ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয় নাই’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা রাজনৈতিক দল জোটের চারটি লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে আসছি। এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-শ্রমিক-জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্ত আমাদের যে এক দফা, পরবর্তী পর্যায়ে ছাত্র-জনতার যে একদফা, সেটা ছিল মূলত ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। অর্থাৎ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আরেকটা অংশ যাতে দ্রুত পূরণ হয়, সেই জন্যই কিন্তু আমরা কথা বলি, আলোচনা করি, সভা-সমাবেশ করি।’
সেটা কি নির্বাচন?— একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই! কারণ, ওটাই তো বাকি আছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে জনগণ যখন অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবে। সেটা হলেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।’
সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘কখনও ২০ দল হিসেবে, কখনও যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা এই লড়াইটা চালিয়ে আসছি। আমাদের মধ্যে সুসম্পর্ক এবং আন্দোলনের ঐক্য বরাবর বহাল ছিল। সেই একসঙ্গে চলার যে প্রক্রিয়া, তার অংশ হিসেবে আমরা আজও ১২ দলীয় জোটের সঙ্গে মিটিং করেছি, জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আমরা সভা করেছি।’
তিনি বলেন, ‘আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি।’
নজরুল ইসলাম খান জানান, সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং সমমনা জোটের পক্ষে জোটপ্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে দশটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/পিটিএম