Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কার্ল মার্ক্স নয়, মদিনাওয়ালার উত্তরসূরিদের ক্ষমতায় চাই’

স্পেশাল করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২১:১১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২১:১৭

দিনাজপুরের ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ সমাবেশ

ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, লেলিন-মাও সেতুং বা কার্ল মার্ক্সের উত্তরসূরিদের নয়, মদিনাওয়ালার উত্তরসূরিদের আমরা ক্ষমতায় বসাতে চাই।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘যাদের মধ্যে ঈমান আছে, তারা ইসলামের বাইরে কোনো রাজনীতি করতে পারে না। রাজনীতির সাথে ইসলাম ও ঈমানের নিবিড় সম্পর্ক রয়েছে। ভোটের মাধ্যমে ভোটারের ঈমান থাকতেও পারে, আবার যেতেও পারে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি ইসলাম ও নৈতিকতা বিরোধী কোনো কাজ করলে তার জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামের বাইরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ইয়াহুদীসহ অন্যান্য বিধর্মীরা ইসলামী সংগঠনের সম্পৃক্ত হবে শান্তি, নিরাপত্তা ও অধিকার পাবার আশায়। ইসলাম ব্যতিরেকে অন্য কোনো মত-পথ মানুষকে শান্তি ও মুক্তি দিতে পারে না।’

ফয়জুল করীম বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে দেশে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা ব্যক্তির পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করে রক্ত দিতে পারবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না।’

ফুলবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুনতাসির আহমদ, রংপুর মহানগর ছাত্র আন্দোলনের সেক্রেটারি মো. আমিরুজ্জামান পিয়াল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর