Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরের জন্য চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭

চটগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম

বাংলাদেশের ফুটবল অঙ্গনে মাঠ সংকট দীর্ঘদিনের। অনেকদিন ধরেই চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। তাই অনিচ্ছাসত্ত্বেও অনুপুযোগী মাঠে চালিয়ে নিতে হচ্ছে ঘরোয়া লিগের খেলা। গতকাল (শুক্রবার) নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ পাওয়ার জন্য তারা আলোচনা চালাচ্ছেন সরকারের সাথে। এক দিন পরই জানা গেল, ১০ বছরের জন্য চট্টগ্রামের এই মাঠ বরাদ্দ পাচ্ছে বাফুফে। 

বিজ্ঞাপন

আজ (শনিবার, ২১ ডিসেম্বর) পল্টনের শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে গিয়ে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।’

বিজ্ঞাপন

স্টেডিয়াম বরাদ্দ পাওয়া প্রসঙ্গে  এক দিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য পাওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই স্টেডিয়ামটি শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে পাব আমরা। তখন সেটিকে আন্তর্জাতিক ফুটবলের উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।’

মাঠ সংকটের আলোচনা তুঙ্গে উঠে কদিন আগে কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচ বন্ধ রেখে অন্য একটি অনুষ্ঠানের জন্য এনসিসি অনুমতি দেয়াতে। এর আগে একই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগের দিনও সম্পন্ন হয়নি কুমিল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ। স্টেডিয়ামটিতে স্থানীয় ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পর পিচ উঠানোর যাবতীয় কার্যক্রম তখনো শেষ না হওয়ার খবরে শুরু হয়েছিল তোলপাড়। 

সারাবাংলা/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর