Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হচ্ছে মোটরসাইকেল ফ্যামিলি রাইড: ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা: এখন থেকে মোটরসাইকেলে স্ত্রীসহ তিন-চারটি বাচ্চা নিয়ে ফ্যামিলি রাইড বন্ধ করা হবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, মোটরসাইকেলে ফ্যামিলি রাইড নয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘মোটরসাইকেলের সামনে তিন বছরের বাচ্চা, সঙ্গে আরও দুই বাচ্চা, পেছনে চালকের স্ত্রী এবং তার কোলেও বাচ্চা। মোটরসাইকেল ফ্যামিলি রাইডের জন্য নয়। আপনারা স্ত্রী-সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলে এভাবে মোটরসাইকেল রাইড করেন; যা খুবই দুঃখজনক। ট্রাফিক দিয়ে এ ব্যাপারে খুব কড়াকড়ি করা হচ্ছে। মোটরসাইকেল ফ্যামিলি রাইড হিসেবে ব্যবহার করা যাবে না।’

অনবরত হর্ন বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সব ধরনের গাড়িচালকরা সমানে হর্ন বাজাতে থাকেন। হর্ন দিয়ে কান ফাটায়ে ফেলেন। স্কুল-কলেজ এমনকি হাসপাতালের সামনে সমানে হর্ন দেওয়া হয়। এই হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তবে ব্যবস্থা আমি নেব। ইতোমধ্যে সরকারের সঙ্গে আলোচনা করেছি ও চিঠি দিয়েছি। পরিবেশ ও সড়ক আইনে পরিবর্তন এনে স্পটেই হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টরা মামলা দেবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও রমনা থানা এলাকার নাগরিকরা ডিএমপি কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। ডিএমপি কমিশনার উপস্থিত সকলের কথা মনোযোগ সহকারে শুনেন এবং ডিএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমপি

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর