যশোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫
যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঝিকরগাছা এবং মণিরামপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী(৫০) ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহণ নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন।
এদিকে আরেক ঘটনা প্রসঙ্গে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আজ শনিবার দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
সারাবাংলা/এসডব্লিউ