Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় হামলায় একই পরিবারের ১২ জনসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫

একই পরিবারের ৭ শিশু নিহত

অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেখানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৬১ জন।

উপত্যকার উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১২ সদস্য নিহত হয়েছেন, এর মধ্যে ৭ জনই শিশু। গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত খাল্লাহ পরিবারেরর বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতের উদ্ধার করছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থার সদস্যরা।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এর মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে বড় শিশুটির বয়স মাত্র ছয় বছর। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ জন আহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা হামাসের একটি সামরিক কাঠামোতে কর্মরত বেশ কয়েকজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই অঞ্চলে কর্মরত আইডিএফ সৈন্যদের জন্য হামাস হুমকিস্বরূপ বলেও উল্লেখ করা হয়।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে সেখানে ৪৫ হাজার ২২৭ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৫৭৩ ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-ফিলিস্তিন গাজা উপত্যকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর