মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭
ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপির মহাসচিবের সঙ্গে আছেন দলটির লিয়াজোঁ কমিটি প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
১২–দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেনর জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।
সারাবাংলা/এজেড/এমপি