Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা অমান্য করে বেইলি ব্রিজে চলছে ভারী যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭

নিষেধাজ্ঞা অমান্য করে বেইলি ব্রিজ দিয়ে চলছে ভারী যানবাহন ছবি: সারাবাংলা

গাজীপুর: ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে চলছে ভারী যানবাহন। গাজীপুর মহানগরীর টঙ্গীবাজার এলাকায় দেখা যায় এমন চিত্র।
শনিবার (২১ ডিসেম্বর) টঙ্গীর তুরাগ নদের ওপর অস্থায়ী বেইলি ব্রিজ ভেঙে নদে পড়ে যায় পাথর বোঝাই একটি ট্রাক।

ময়মনসিংহমুখী বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটার পরও বন্ধ হয়নি দুর্ঘটনা কবলিত ব্রিজের পাশ্ববর্তী ঢাকামুখী বেইলি ব্রিজে ভারী যান চলাচল। তবে এ ঘটনায় নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে বেইলি ব্রিজ ভেঙে নদে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সড়ক ও জনপথকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

এ দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী সড়কে চলাচলকারীদের বিকল্প পথে চলার অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদে। ছবি: সারাবাংলা

ট্রাফিক আপডেটে বলা হয়েছে, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এ দুর্ঘটনার পর ময়মনসিংহমুখী লেনে চলাচলকারী যাত্রী ও পরিবহণ চালকরা পড়েছেন দুর্ভোগে।

টঙ্গী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন খান বলেন, আমরা ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড দিয়েছিলাম। কিন্তু চালকরা নির্দেশনা না মেনে চলাচল করছে। এ দায় আমাদের নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলাচলের অনুরোধ

সড়ক ও জনপথের আদেশক্রমে, ঝুঁকিপূর্ণ বেইলি সেতু নামে সাইনবোর্ড টানিয়ে সেখানে উল্লেখ করা হয় বালি বোঝাই ট্রাক, পাথর বোঝাই ট্রাক, লরী, কাভার্ডভ্যান, রেডিমিক্স কংক্রিট বোঝাই গাড়ী এবং ১০ টনের অধিক ভারী যানবাহন বেইলি সেতুর উপট দিয়ে চলাচল নিষেধ।

সারাবাংলা/ইআ

নিষেধাজ্ঞা অমান্য বেইলি ব্রিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর