Tuesday 31 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১১

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে

খুলনা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। বৃষ্টিতে নগরীর বিভিন্ন ফুটপাত ও খোলা স্থানে বসবাসকারী বাস্তুহারা মানুষরাও দুর্ভোগে পড়েছেন।

রিকশা চালক কামাল মল্লিক বলেন, হঠাৎ বৃষ্টির কারণে অনেকেই শীতবস্ত্র নিয়ে ঘরের বাইরে বের হতে পারছেন না। যে কারণে রাস্তায় যাত্রী অনেক কম।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, আজ খুলনায় বেলা ১২টা পর্যন্ত পয়েন্ট ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও ২ দিন এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর