Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা নেফাউর রহমান রাজু মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১১:০৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩

বিএনপি নেতা নেফাউর রহমান রাজু

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহনকারী ট্রেনে হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু (৫২) ইন্তেকাল করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাজু উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর কেন্দ্রীয় মসজিদ মোড় এলাকার প্রয়াত মাহফুজুর রহমান মাফুর ছেলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (২১ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম হোওয়াটসঅ্যাপে পাঠানো ক্ষুদে বার্তায় তিনি বলেন, ‘‘শেখ হাসিনার ট্রেনে বানোয়াট হামলা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাগারে অবর্ণনীয় অত্যাচারের শিকার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাহাপুর ইউনিয়ন পরিষদ সাবেক নির্বাচিত চেয়ারম্যান পাবনা জেলা বিএনপি সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক নেফাউর রহমান রাজু আজ (২১ ডিসেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট দিকে ইন্তেকাল করেছেন।’’

উল্লেখ্য, শেখ হাসিনাকে ঈশ্বরদীতে হত্যাচেষ্টা মামলায় কারাদন্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় ছিলেন নেফাউর রহমান রাজু। ৫ আগস্ট পটপরিবর্তনের পর জামিনে জেল থেকে মুক্ত হন তিনি।

সারাবাংলা/এজেড/ইআ

বিএনপি নেতার মৃত্যু

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর