বনশ্রীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
২০ ডিসেম্বর ২০২৪ ২৩:০৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১১:২৫
ঢাকা: রাজধানীর বনশ্রীতে ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খিলগাঁও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বনশ্রীর সি-ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে রাত ৮টা ৩৫ মিনিটে খবর পায় ফায়ার স্টেশন। পরে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ৬য় তলা ওই ভবনের দ্বিতীয় তলায় ফ্রিজের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। পরে খিলগাঁও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস আরও জানায়, ওই বাসা েথকে মোট পাঁচ জনকে উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ আছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম