Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআইজেএফ’র সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২২:৩৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬

সভাপতি মো. এ হালিম ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান

ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম) ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের দিনভর নির্বাচন শেষে রাতে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে।

এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। বিআইজেএফ’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ইনফোটেকইনসাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম) পেয়েছেন ৪২ ভোট, অপর প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের হাসান জাকির পেয়েছেন ২২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল পেয়েছেন ২৫ ভোট।

সহ-সভাপতি পদে কম্পিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার এনামুল হক ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ী অন্যরা হলেন—

সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব এডিটর মো. তৌহিদুল ইসলাম তুষার (৪৫ ভোট), কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান (২৫ ভোট) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার (৬১ ভোট) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০ ভোট)।

বিজ্ঞাপন

ভোট শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনায় গঠিত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবাল। এসময় কমিশনের বাকি দুই সদস্য প্রথম আলোর হেড অব নিউ ইনিশিয়েটিভ পল্লব মোহাইমেন এবং সারাবাংলা ডটনেট ও দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক মো. সুমন ইসলাম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনায় গঠিত আপিল বোর্ডের সদস্য পার্বত্যনিউজ ডটকমের সম্পাদক মেহেদি হাসান ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল।

সারাবাংলা/ইএইচটি/ এইচআই

আইজেএফ’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিআইজেএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর