Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে হাসান আরিফের প্রথম জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬

শুক্রবার এশার নামাজের পর ধানমন্ডির মসজিদে উপদেষ্টা হাসান আরিফের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দফতর

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এশার নামাজের পর উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে।

এর আগে হৃদরোগের সমস্যায় আক্রান্ত হলে শুক্রবার বিকেল ৩টার দিকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফকে ল্যাব এইড হাসপাতালের নেওয়া হয়। ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- উপদেষ্টা হাসান আরিফ আর নেই

এ দিন বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা। সেখান থেকেই প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান তিনি। পরে ধানমন্ডিতে তার প্রথম জানাজাতেও অংশ নেন।

পরিবার সূত্র জানিয়েছে, হাসান আরিফের মেয়ে প্রবাস থেকে দেশে ফিরবেন আগামী রোববার (২২ ডিসেম্বর) রাতে। এরপরই অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসান আরিফের কর্মজীবন শুরু ১৯৬৭ সালে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে। ১৯৭০ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। ২০০৮ সালের শুরু থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান হাসান আরিফ। এরপর তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন-

সারাবাংলা/জিএস/টিআর

উপদেষ্টা হাসান আরিফ জানাজা প্রথম জানাজা হাসান আরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর