Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসান আরিফের আইনি অভিমত প্রেরণার উৎস হয়ে থাকবে’

স্পেশাল করসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপদেষ্টা এ এফ হাসান আরিফ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সদ্য প্রয়াত এ এফ হাসান আরিফের আইনি অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর জন্য শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চির বিদায়ে দেশে শূণ্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তরপ্রজন্মের আইনজীবীদের মনে চির জাগরুক হয়ে থাকবে। এছাড়া আইনের শাসনের ভাবনায় তার অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।’

বিবৃতিতে এ এফ হাসান আরিফ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারব, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান।

সারাবাংলা/এজেড/এইচআই

এ এফ হাসান আরিফ তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর