Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারভিডার পাতানো নির্বাচন বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮

ঢাকা: রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) অবৈধ নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচন বন্ধের দাবি জানানো হয়। এসময় ভুক্তভোগী ব্যবসায়ীরা পাতানো নির্বাচন বন্ধ করতে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে সুপ্রীম কোর্টের আইনজীবী মো. আমান উল্লাহ বলেন, নিয়ম অনুসারে বারভিডার নির্বাচন হওয়ার কথা ২০২৪ সালের শুরুতে। কিন্তু তৎকালীন সরকারের দোসররা নিয়ম বর্হিভূতভাবে সময় বৃদ্ধি করে আব্দুল হকের নেতৃত্বাধীন কমিটি বহাল রাখে। কমিটি বহাল রাখার অপচেষ্টায় ছিলেন মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি হাবিব উল্লাহ ডন ও ওই পরিষদের উপদেষ্টা আব্দুল হক।

মো. আমান উল্লাহ বলেন, সম্প্রতি আব্দুল হকের নেতৃত্বে স্বৈরাচারের দোসরদের নিয়ে একটি প্যানেল গঠন করে বারভিটার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। সভাপতি প্রার্থী আব্দুল হক নিজেই। এই প্যানেলে তার সঙ্গে রয়েছেন জুলাই-আগস্টের গণহত্যায় অভিযুক্ত রিয়াজ রহমান।

তিনি আরও অভিযোগ করে বলেন, বে-আইনীভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্য আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আগামী ২১ ডিসেম্বর বারভিডার পাতানো নির্বাচন করা হচ্ছে। এ নির্বাচনের তফসিল বাতিলের জন্য আদালতে রিট পিটিশিন দায়ের করা হয়।

এসময় পাতানো নির্বাচন দ্রুত বন্ধ করা না হলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

সারাবাংলা/এনআর/এসআর

নির্বাচন বন্ধের দাবি বারভিডা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর