কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১
২০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬
ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কিয়েভে অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে একটি পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সকালের দিকে এই হামলা চালানো হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানান, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এক্ষেত্রে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।
সেরহি পপকো আরও বলেন, ‘সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে হামালার বিষয়টি নিশ্চিত করে রাশিয়া জানিয়েছে, পশ্চিমাদের অস্ত্র ব্যবহার করে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। এর জবাবেই মূলত এই হামলা চালানো হলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনের চালানো হামলার জবাবে আজকে দীর্ঘ পাল্লার উপযুক্ত অস্ত্র দিয়ে সমন্বিত হামলা করা হয়েছে।
অবশ্য হামলার আগেই ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভের বাসিন্দাদের সতর্ক করছিল। তারা বলেছিল, উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে।
সারাবাংলা/এইচআই